সেরা অভিনেতা রণবীর, কাঁদলেন দীপিকা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮তে সঞ্জয়লীলা বানসালির 'পদ্মাবত' ছবির আলাউদ্দিন খলজি চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং।
পুরস্কার নিতে এসে স্ত্রী দীপিকার উদ্দেশ্যে প্রকাশ্যে রণবীর জানান, বেবি (দীপিকা) আই লাভ ইউ। রণবীরের কথা শুনে কেঁদে ফেলেন আবেগতাড়িত দীপিকা।
সোমবার স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮তে সঞ্জয়লীলা বানসালির 'পদ্মাবত' ছবির আলাউদ্দিন খলজি চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর সিং।
দীপিকাকে ধন্যবাদ জানিয়ে রণবীর বলেন, গত ৬ বছরে আমি অনেক কিছুই জয় করেছি; কারণ তুমি আমাকে ঘিরে ছিলে। তবে শুধু দীপিকাই নন, রণবীরের একাধিক সাফল্য এসেছে সঞ্জয়লীলা বানসালির তিন ছবি-রামলীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবত থেকে (তিন ছবিতেই রণবীরের বিপরীতে ছিলেন দীপিকা)।
তাই তিনি পরিচালক, প্রযোজক সঞ্জয়লীলা বানসালির পাশাপাশি রণবীর তার মা অঞ্জু ভবানানী, বাবা জগজিৎ সিং ভবনানী ও দিদি ঋতিকা সিং ভবনানীকেও ধন্যবাদ জানিয়েছেন।
