শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রিয়াঙ্কাকে পাচ্ছেন না ‘ডন’!

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১১ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

যদিও লেখক আনজুম রাজাবলির আশা, আকাশচারী রাকেশ শর্মার জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘সারে জাঁহা সে আচ্ছা’ ছবিতে সুপারস্টার শাহরুখ খান থাকবেন। তবে বি-টাউনে গুঞ্জন, এই ছবিতে কাজ করবেন না বলিউড বাদশাহ। এবার আরেকটি নতুন খবর সে গুঞ্জনের আগুনে বাড়তি ঘি ঢালল!

শাহরুখ খান এখন ‘ডন’ সিরিজের তৃতীয় কিস্তির জন্য প্রস্তুত। তাঁর অভিনীত সর্বশেষ ‘জিরো’ বক্স অফিসে সাড়াই ফেলতে পারেনি। এ ছবিতে বামন বাউয়া সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বাউয়াকে মহাশূন্য-ভ্রমণে দেখা যায়। মনে হচ্ছে, ‘জিরো’ ব্যর্থ হওয়ার পর আরেকবার আকাশ-ভ্রমণের মুডে নেই শাহরুখ!

ফারহান আখতারের ক্রাইম ড্রামা ‘ডন’ সিরিজের তৃতীয় কিস্তির প্রি-প্রডাকশনের কাজ চলছে। তবে এটা নিশ্চিত যে, ‘সারে জাঁহা সে আচ্ছা’র আগেই শুটিং শুরু হতে চলেছে!

ইতিমধ্যেই সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা ফারহান আখতার চিত্রনাট্য প্রস্তুত করে ফেলেছেন। এবং এটিই হতে চলেছে ‘ডন’ সিরিজের সর্বশেষ ছবি। ছবির নামও ঠিক করা হয়ে গেছে—‘ডন : দ্য ফাইনাল চ্যাপ্টার’।

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন : দ্য চেজ বিগিনস’। এর পাঁচ বছর পর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন-২’। বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে এই সিরিজের দুটি ছবি।

সিনে ব্লিটজ সাময়িকীকে একটি সূত্র জানিয়েছে, শাহরুখ খান ও এক্সেল এন্টারটেইনমেন্ট ইতিমধ্যেই চিত্রনাট্য চূড়ান্ত করেছে। ‘ডন : দ্য ফাইনাল চ্যাপ্টার’ হবে অ্যাকশনধর্মী ও কপটতাপূর্ণ। কিন্তু এটাই সর্বশেষ!

সূত্রটি আরো জানায়, নির্মাতারা চাইছেন ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির শেষটা ভালো হোক। সবাইকে চমকে দেওয়ার মতো কিছু থাকবে এই ছবিতে।

‘ডন’ সিরিজে পুলিশ কর্মকর্তা রমার কথা কার না মনে নেই। ‘ডন’ শাহরুখকে ধরার জন্য কী প্রাণান্তকর চেষ্টাই না চালিয়েছেন রমা ওরফে প্রিয়াঙ্কা চোপড়া। তবে শেষ কিস্তিতে নাকি প্রিয়াঙ্কা চোপড়াকে পাচ্ছেন না শাহরুখ খান। ইতিমধ্যে আর সব অভিনেতা ঠিকঠাক হয়ে গেলেও প্রধান নারী চরিত্রটি চূড়ান্ত করা হয়নি।

সাময়িকীটি প্রতিবেদনে আরো জানিয়েছে, নির্মাতারা চাইছেন প্রিয়াঙ্কার বদলে নতুন মুখ আসুক। এবার ফারহান আখতারও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সূত্র : ডিএনএ