পেলের খোঁচা গায়ে ফোটেনা নেইমারের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

বিশ্বকাপ শেষ হলেও এখনও আলোচনায় নেইমারের 'ডাইভ'। মাঠে ব্রাজিলিয়ান তারকার অহেতুক গড়াগড়ি নিয়ে অসংখ্য ট্রল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বকাপের পর যে নেইমারের এমন অভিনয় থেমেছে, তা কিন্তু নয়। প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে মাঠে অহেতুক গড়াগড়ি করেন। স্বয়ং পেলেও সমালোচনা করেন তার উত্তরসূরির নাটুকেপনা আচরণে।
তবে কিংবদন্তি পেলের সমালোচনা আমলে নেন না বিশ্বের দামি এ ফুটবলার। সংবাদমাধ্যমে ক্যানালকে নেইমার বলেন, 'পেলের সমালোচনা? আমার কাছে সেগুলো বেশ কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। যখন আপনি কিছু জিততে ব্যর্থ হবেন, সমালোচনা শুরু হবে। বিশ্বকাপে আমি মোটেও অভিনয় করিনি। আমাকে সবাই ফাউল করেছে।
আজ মানুষ এ নিয়ে কথা বলছে; কারণ এটা নেইমারের ব্যাপার। এ ব্যাপারে সবকিছুই বাড়িয়ে বলা হয়। আমি পেলের সমালোচনাকে সম্মান করি; কিন্তু এটাকে ঠিক বলে মনে করি না। আমি এটা আমলে নেই না।'
গুঞ্জন উঠেছে, পিএসজিতে ভালো নেই নেইমার। যে কারণে বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে নেইমার বলেন, 'আমাকে নিয়ে সব সময় গুজব রটে। যখন থেকে আমি পেশাদার ফুটবলার, তখন থেকেই আমাকে নিয়ে গুঞ্জন। আমি এই ক্লাব থেকে ওই ক্লাবে যোগ দেব। কিন্তু এতে (রিয়াল-বার্সা) নিরেট কিছু নেই। যখনই চূড়ান্ত কিছু নিশ্চিত হবে, আমি সবাইকে বলব।'