শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঘরজামাই হওয়া নিয়ে যা বললেন রণবীর

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিয়ের পর স্ত্রীরা স্বামীর বাড়িতে গিয়ে উঠেন, এটিই রীতি। কিন্তু বলিউড সুপারস্টার রণবীরের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। বিয়ের পর সোজা গিয়ে উঠেছেন দীপিকার ফ্ল্যাটে। সেখানেই থাকছেন।

 

এ নিয়ে বলিউডপাড়ায় বেশ মুখরোচক কথাবার্তা ছড়িয়ে পড়েছে। সবাই বলাবলি করছেন, রণবীর সিংকে বশ মানিয়ে ফেলেছেন হট কুইন দীপিকা। তাই তো নিজের বাড়ি ছেড়ে ঘরজামাই হয়েছেন রণবীর।

 

রণবীর নিজের বাড়ি ছেড়ে দীপিকার মুম্বাইয়ের ফ্ল্যাটে গিয়ে থাকা নিয়ে মুখ খুলেছেন। এ বিষয়ে রণবীরের ভাষ্য- দীপিকা তার নিজের ফ্ল্যাটেই বেশি স্বচ্ছন্দ। আর আমি ওকে ওখান থেকে সরিয়ে আনতে চাই না। ও যেমনটি থাকতে চায়, আমি সবসময় ওকে সেরা জিনিসটিই দিতে চাই।’

 

প্রসঙ্গত, রণবীর-দীপিকার বিয়ের কিছু দিন আগে জানা যায় দীপিকা নতুন ফ্ল্যাট কিনেছেন। তিনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, ওই ফ্ল্যাটে স্বামীকে নিয়ে থাকবেন। রণবীরও বুঝে গেছেন দীপিকা ওই ফ্ল্যাট ছাড়বেন না। এ নিয়ে আপত্তি করে দাম্পত্যকলহে জড়াতে চান না। তাই তো ঘরজামাই হয়েছেন এ সেলিব্রেটি।