বার্সেলোনায় ফিরছেন না নেইমার
স্পোর্টস ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন নতুন নয়। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবরও ছাপা হয়েছে অনেকবার। যদিও প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে ব্রাজিলিয়ান তারকা আপাতত কোথাও যাচ্ছেন না। তাকে ঘিরে দলবদলের গুঞ্জনে কোনও ‘শক্ত ভিত’ নেই বলেই জানিয়েছেন নেইমার।
দিনকয়েক আগে স্প্যানিশ এক সংবাদমাধ্যমে ছাপা হয়েছিল, ন্যু ক্যাম্পে ফিরতে নাকি পাঁচবার বার্সেলোনার কাছে অনুরোধ করেছেন নেইমার! তার বাবা নেইমার সিনিয়র এ নিয়ে নাকি আলোচনাতেও বসেছিলেন কাতালান ক্লাবটির কর্তৃপক্ষের সঙ্গে।
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর থেকে দলবদলের আলোচনায় মুখ্য চরিত্রে নেইমার। বার্সেলোনায় ফেরার সঙ্গে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন উড়েছে ইউরোপিয়ান দলবদলের আকাশে। বিষয়টি নিজের জন্য ‘স্বাভাবিক’ মনে করেন নেইমার। বার্সেলোনায় ফেরা কিংবা রিয়ালে যোগ দেওয়ার খবর উড়িয়ে দিয়েছেন তিনি ফরাসি সংবাদমাধ্যম ‘কানাল প্লাস’কে দেওয়া সাক্ষাৎকারে।
ব্রাজিলিয়ান অধিনায়ক বলেছেন, ‘আমাকে নিয়ে (দলবদলের) আলোচনা সবসময়ই। পেশাদারি ক্যারিয়ার শুরুর পর থেকে সবসময় গুঞ্জন ছড়িয়েছে আমি এই ক্লাব ছেড়ে দিয়ে অন্য ক্লাবে যাচ্ছি। যদিও তাতে শক্ত ভিত একেবারেই নেই। যদি এমন কিছু ঘটে, তাহলে আমি নিজেই প্রত্যেককে বলব।’
ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগে পিএসজি এখনও ‘পেছনের বেঞ্চের ছাত্র’। তবে এবার এই অপবাদ ঘুচাতে চান নেইমার। চ্যাম্পিয়নস লিগ শিরোপাকে লক্ষ্য বানিয়ে নামতে যাচ্ছে তারা শেষ ষোলোতে। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে সতর্কবার্তা দিয়ে রাখলেন নেইমার, ‘চ্যাম্পিয়নস লিগ প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। আমরা জানি এটা কঠিন, তবে আমাদের দল এটা করতে পারবে। আমরা সঠিক পথেই আছি। সামনে গ্রেট একটি ম্যাচ অপেক্ষা করছে (ম্যানইউয়ের বিপক্ষে)। ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচটি রোমাঞ্চকর, আমরা খুশি গ্রেট একটি দলের মুখোমুখি হতে পেরে।’ মার্কা, মিরর