সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

চলছে নতুন সরকারের প্রথম একনেক সভা। মঙ্গলবার সকালে এনইসিতে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভার শুরুতেই মন্ত্রিপরিদের সদস্যসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন, প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়নে সবাইকে আরো বেশি মনোযোগী হওয়ার। এছাড়া এলাকার উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শও দেন তিনি।

একনেকের সভায়, ১ হাজার ৮শ ৯৩ কোটি টাকার মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হতে পারে। যার পুরোটাই যোগান দেয়া হবে সরকারি কোষাগার থেকে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন, বিসিক শিল্প নগরীর উন্নয়ন ইত্যাদি।