শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিরবিদায়

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০০ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই।

মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে গীতিকার কবীর বকুল জানান।

একুশে পদক পাওয়া এই সুরকারের বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। হার্টে ব্লক ধরা পড়ায় গতবছর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার অস্ত্রোপচারও করা হয়েছিল।