সানিয়া-শোয়েবের ঘরে নতুন অতিথি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই তারকা সানিয়া মির্জা ও শোয়েব মালিকের ঘর আলোকিত করে মঙ্গলবার সকালে নতুন অতিথি এসেছে।
সকাল ৮টার দিকে এক টুইটে এক সুসংবাদ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজেই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
শোয়েব বলেন, ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে হয়েছে এবং সানিয়া ভালো আছে, বরাবরের মতোই সে সুস্থ #আলহামদুলিল্লাহ।
আমাদের জন্য শুভকামনা ও দোয়া করায় সবাইকে ধন্যবাদ- আমরা কৃতজ্ঞ’। এর পর থেকে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি।
২০১০ সালের মার্চে পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হোন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নাগরিক হওয়ায় সেই সময়ে বেশ আলোচনায় এসেছিলেন তারা।
