শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কঙ্গনার সঙ্গে অশোভন আচরণ

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৪ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

গত কয়েক মাসে একাধিক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। কখনো এসেছে আদিত্য পাঞ্চলির নাম, আবার কখনো হৃতিক রোশনের। কেউ তাঁর চুলের মুঠি ধরে পিটিয়েছেন, আবার কেউ তাঁকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এগুলোর কোনোটিই অবশ্য যৌন হয়রানির পর্যায়ে ফেলেননি তিনি। তবে এ আচরণগুলোকে অত্যন্ত অপমানজনক বলে উল্লেখ করেছেন নতুন পরিচালক কঙ্গনা রনৌত।

নতুন ছবি ‘মনিকর্নিকা’র প্রচার চালাচ্ছেন কঙ্গনা। এক সাক্ষাৎকারে একজন পরিচালকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ‘কুইন’ ছবির এই তারকা। তিনি বলেছেন, বিভিন্ন ছবির শুটিংয়ের সময় অভিনেতাদের অনেকেই তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন। পরিচালকদের অনেকে অসময়ে তাঁকে শুটিং সেটে যেতে বলেছেন। এমন দিনও গেছে, যখন বিশেষ কোনো অনুষ্ঠানে বলিউডের অনেকে গেলেও সেখানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁর অনুপস্থিতিতেই তাঁর ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে, এমনকি তাঁর অনুমতি ছাড়াই তাঁর অভিনীত অংশের ডাবিং করা হয়েছে।

কঙ্গনা জানান, শুটিং শেষে এমন অনেক দিন গেছে যখন পরিচালক কঙ্গনাকে জড়িয়ে ধরেছেন। কঙ্গনা বলেন, ‘বলিউডের নারীদের মুখ খোলার সময় হয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। তাতে কেবল বলিউড কেন, সব জায়গার নোংরামি বন্ধ হয়ে যাবে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস