মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফুটবল মাঠে জোকোভিচ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

টেনিসের মৌসুম শেষ। অবসর সময়টা কাটাতে এবারে ফুটবলে মনোযোগ দিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ! না খেলতে নয়, তার দেশের ক্লাব রেড স্টার বেলগ্রেড খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে। দলকে সমর্থন জানাতে উপস্থিত হয়েছিলেন তিনি মাঠে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হয়েছিল সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড। দল হেরে গেলেও সমর্থনে কার্পণ্য করেননি জোকোভিচ। মঙ্গলবার রাতে ক্রেভেনা জেভেজদা স্টেডিয়ামে তার দল জয় পায়নি। পিএসজির কাছে হেরেছে ৪-১ ব্যবধানে।

গত নভেম্বরে দলের পাশে থাকার কথা বলেছিলেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক। লন্ডনে এটিপি ফাইনালসের সময়ে ছুটির সময়টা কীভাবে কাটাবেন তার আভাস দিয়েছিলেন, ‘আশা করছি তাদের জন্য পরের দুই খেলায় আমি দর্শকাসনে থাকব। কারণ এই টুর্নামেন্টের পর আমরা ছুটিতে যাব।’