দুই রীতিতে তারিক-নিমার ছেলের বিয়ে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
বিয়ে করলেন অভিনেতা ও নির্মাতা আরিক আনাম খান দীপ্র। পাত্রী এগনেস র্যাচেল প্যারিস প্রিয়াঙ্কা। বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের একমাত্র ছেলে দীপ্রর সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিষ্টান রীতিতে। গত বৃহস্পতিবার বনানীর এক রেস্তোরাঁয় তাদের আক্দ হয়। শনিবার রমনা চার্চে খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় তাদের। এর আগে গত বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে হয়েছে তাদের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান।
গতকাল সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজন করা হয় নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে টিভি, চলচ্চিত্র, মঞ্চ ও সঙ্গীতজগতের তারকারা উপস্থিত ছিলেন।
তারিক আনাম খান একমাত্র ছেলের বিয়ে নিয়ে বলেন, 'আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। এটি বাবা-মায়ের জন্য বড় দায়িত্ব। সন্তানের হাসিমুখ দেখা সবচেয়ে আনন্দের। বিয়ের সব আয়োজন ভালোভাবে শেষ করতে পেরে আমি আর নিমা খুবই আনন্দিত।' তিনি আরও বলেন, 'প্রিয়াঙ্কাকে আমাদের অনেক দিনের পরিচিত। সবারই প্রিয় প্রিয়াঙ্কা। আমার বিশ্বাস, দীপ্র ও প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন সুখের হবে।'
উল্লেখ্য, আরিক আনাম খান দীপ্র সম্প্রতি লন্ডন স্কুল থেকে ডিরেকশনের ওপর স্নাতকোত্তর করেছেন। পাশাপাশি অভিনয় করছেন মঞ্চ ও টিভি নাটকে। অন্যদিকে এগনেস র্যাচেল প্যারিস প্রিয়াঙ্কা একজন নৃত্যশিল্পী। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও তিনি নাচের ওপর পড়শোনা করেছেন।
