‘অহেতুক কাজের সংখ্যা বাড়ানোর কোন মানে নেই’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
মৌসুমী নাগ। মডেল ও অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'মায়া মসনদ'। এ নাটক ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে-
'মায়া মসনদ' নাটকে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
'মায়া মসনদ' নাটকে অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। অন্যান্য নাটকে যেমন বিভিন্ন লোকেশনে গিয়ে শুটিং করেছি, এ নাটকের ক্ষেত্রে সেটা করতে হয়নি। আলাদা পোশাক, মেকআপ নিয়ে একটি সেটের মধ্যে একটানা শুটিং করতে হয়েছে। সেট, লাইট, প্রপস- সব কিছু অন্যান্য নাটক থেকে আলাদা। আমার আগের নাটকগুলো থেকে 'মায়া মসনদ'কে তাই কোনোভাবেই মেলানো যাবে না।
নাটকের গল্পে আমার চরিত্রটা এখনও সেভাবে প্রকাশ পায়নি। গল্পে দেখানো হবে রাজাধিরাজ আর্সেনালের ছেলে আমাকে একটি জায়গা থেকে উদ্ধার করে। এরপর তার সঙ্গে আমার বিয়ে হয় এবং আমাদের একটি সন্তান হয়। কিন্তু এত কিছুর পরও পুরো ঘটনা রাজপরিবারের অগোচরে থেকে যায়। এখান থেকেই গল্প অন্যদিকে মোড় নেবে। যারা নাটকটি দেখছেন, তাদের কাছে গল্পের এই বাঁকবদল ভালো লাগবে বলেই আমার ধারণা। আগামী পর্বগুলো থেকেই দর্শক প্রতিক্রিয়া জানা যাবে। এই প্রথম ফ্যান্টাসিনির্ভর নাটকে অভিনয় করছি, যেখানে দর্শক আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। আমার চরিত্রটি দর্শকের মাঝে সাড়া জাগাবে- এটুকু প্রত্যাশা করতেই পারি।
আগের তুলনায় আজকাল টিভি নাটকে কম দেখা যাচ্ছে এর কারণ কী?
নাটকের গল্প, চরিত্র যদি মনে ছাপ না ফেলে, তাহলে অহেতুক কাজের সংখ্যা বাড়ানোর অভিনয়ের মানে নেই। সেই কাজটি করতে চাই, যা দর্শকের ভালো লাগবে। সত্যিকার অর্থে এখন ভালো কাজের সংখ্যা খুবই কম। তারপরও গল্প চরিত্র ভালো লাগায় 'মালেক হইতে সাবধান' নাটকে অভিনয় করেছি। এখন 'মায়া মসনদ'-এর পাশাপাশি ফরিদুর হাসানের পরিচালনায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে 'লাকি থার্টিন' ধারাবাহিক নাটকে অভিনয় করছি।
'রান আউট' ছবির পর আর কোনো ছবিতে অভিনয় করেননি। বড়পর্দায় আর কোনো কাজ করার ইচ্ছা নেই?
ইচ্ছা আগেও ছিল, এখনও আছে। কিন্তু আমি চাই 'রান আউট'-এর মতো আরও কিছু ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করতে। তেমন ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই অভিনয় করব।
