মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ম্যানইউকে উড়িয়ে শীর্ষে লিভারপুল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

দারুণ ছন্দে আছে লিভারপুল। জয়রথ ছুটছেই দলটির। এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিল অলরেডরা। প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়েছে তারা। দুর্দান্ত এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল জার্গেন ক্লপের শিষ্যরা।

রোববার রাতে অ্যানফিল্ডে ম্যানউইকে আমন্ত্রণ জানায় লিভারপুল। নিজ দূর্গে শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে অতিথিদের ঠেসে ধরে তারা। একটু বিলম্বে হলেও সাফল্য আসে। ২৪ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে লিড এনে দেন সাদিও মানে। ফাবিনহোর উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের ভলিতে গোলটি করেন তিনি।

তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। ৩৩ মিনিটে গোলকিপার আলিসনের ভুলের খেসারত গুনে গোল খেয়ে বসে স্বাগতিকরা। বাঁ দিক থেকে রোমেলু লুকাকুর ক্রস ঠেকাতে গিয়ে হযবরল করে ফেলেন তিনি। বল চলে যায় জেসি লিনগার্ডের দিকে। তা থেকে জাল খুঁজে নিতে সমস্যা হয়নি এ মিডফিল্ডারের।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ঝটিকা আক্রমণ শুরু করে লিভারপুল। তবে সাফল্য আসছিল না। অবশেষে ৭৩ মিনিটে সৌভাগ্যসূচক গোলে দ্বিতীয়বার এগিয়ে যায় দলটি। বাঁ দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ক্রস করেন মানে। ম্যানইউর এক খেলোয়াড়ের পায়ে লেগে তা জালে ঢুকছিল। পা বাড়িয়ে সেটি প্রতিরোধ করেন গোলপ্রহরী ডেভিড ডি হিয়া। পরে বল চলে যায় অরক্ষিত জার্দান শাকিরির দিকে। তাতে শট নেন এ সুইস মিডফিল্ডার। এটি অ্যাশলে ইয়াংয়ের পায়ে লেগে ক্রসবারের নিচের অংশ ছুঁয়ে ভেতরে ঢোকে।

৭ মিনিট পর রবের্তো ফিরমিনোর পাস ধরে গোলমুখ বরাবর জোরালো শট নেন শাকিরি। সেটি ডিফেন্ডার এরিক বেইলির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এ দৃশ্য চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না হালের সেরা গোলরক্ষক ডি হিয়ার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে লিগ পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে রেডরা।

দারুণ এ জয়ে ১৭ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯।