নৃত্যাচার্য বুলবুল চৌধুরীকে সারা বছর স্মরণ করবে শিল্পকলা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। জাতীয় নাট্যশালা মিলনায়তনে রোববার বুলবুল চৌধুরী’র জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।
বছরব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে স্মারকগ্রন্থ প্রকাশ, আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্য উৎসব আয়োজন, নৃত্যনাট্য উৎসব, দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা, ‘বুলবুল চৌধুরী’র নৃত্যধারা’ বিষয়ক সেমিনার, গুনী শিল্পীদেরকে সম্মাননা প্রদান-সহ বছরব্যাপী নানা কর্মযজ্ঞের মাধ্যমে বুলবুল চৌধুরীকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উদ্বোধন অনুষ্ঠানে বলা হয়।
নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী। ১ জানুয়ারি ১৯১৯ জন্মগ্রহণ করেন তিনি। জাতীয় পর্যায়ে নৃত্যচর্চায় বিশেষ অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণেও তার সমান খ্যাতি রয়েছে। তার নামানুসারে বুলবুল ললিতকলা একাডেমী নামে বাংলাদেশে স্বনামধন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে। একজন নৃত্যশিল্পের বাইরে তিনি লেখক হিসেবেও পরিচিত ছিলেন।
