শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নতুন বোকাল নিয়ে আইয়ুব বাচ্চুর এলআরবি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

গিটারের জাদুগর আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর চির বিদায় নেন কিংবদন্তী এ ব্যান্ড তারকা।  আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তার ব্যান্ডদল এলআরবি ভবিষ্যতও যেন অনিশ্চিয়তার মধ্যে পড়ে।  দলটির ভবিষ্যৎ পরবর্তী বোকাল কে হচ্ছেন এনিয়ে এলআরবি ভক্তদের মনে ছিলো প্রশ্ন ও কৌতুহল। 

আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার কয়েকটি কনসার্টে গিটার বাজানোর পাশাপাশি বাবার গান নিজের কণ্ঠে ধারণ করলে অনেকেই ধারণা করেন, তাজোয়ারই  এলআরবি’র হাল ধরছেন। কিন্তু আপাতত সেটা হচ্ছে না।  নতুন ভোকাল নিয়ে আসছে এলআরবি।

২২ জানুয়ারি মঙ্গলবার সিলেটের হোটেল দ্য প্যালেসে কনসার্ট করবে এলআরবি। সেখানে গান গাইবেন দলটির ড্রামার রোমেল। ড্রাম বাজানোর পাশাপাশি এলআরবি’র গান গেয়ে শোনাবেন তিনি। দুদিন পর ২৪ জানুয়ারি ঢাকায় আরেকটি কনসার্ট করবে এলআরবি। সেখানেও গাইবেন রোমেল। 

এর আগে সমকাল অনলাইনকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর দলের জন্য নতুন ভোকাল খোঁজার কথা জানিয়েছিলেন দলটির ম্যানেজার শামীম আহমেদ। তবে এখন পর্যন্ত নতুন কাউকে পাওয়া যায়নি। তাই আপাতত তিন সদস্য নিয়েই কনসার্ট করতে যাচ্ছে এলআরবি।

তিন সদস্য হলেনন বেজ গিটারিস্ট স্বপন, লিড গিটারিস্ট ও ব্যাকভোকাল মাসুদ এবং ড্রামার রোমেল। এদিকে ধারণা করা হচ্ছিল  কনসার্টে গান গাইবেন মাসুদ। কারণ এস আই টুটুল এলআরবি থেকে চলে যাওয়ার পর আইয়ুব বাচ্চুর সঙ্গে ব্যাকভোকাল হিসেবে মাসুদের কণ্ঠই শুনে এসেছেন শ্রোতারা। তবে শেষ পর্যন্ত মাসুদ নয়, এলআরবি’র গান কণ্ঠে ধারণ করতে যাচ্ছেন রোমেল।