জুভেন্টাসের ৫০০০তম গোল রোনাল্ডোর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
রিয়াল মাদ্রিদের অনেক মাইলফলকের সঙ্গে জড়িয়ে রয়েছে তার নাম। জুভেন্টাসে নিজের অভিষেক মৌসুমে একইভাবে ইতিহাসের পাতা রাঙিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার সেরি-এ লিগের তুরিন ডার্বিতে পড়শি তোরিনোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেছে জুভেন্টাস।
৭০ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ভাগ্যনির্ধারণী একমাত্র গোলটি করেন রোনাল্ডো। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ জীবনে বহুবার করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। তবে এই গোলটির আলাদা মাহাত্ম্য আছে। সেরি-এ লিগে এটি জুভেন্টাসের ৫০০০তম গোল। আর সেই ঐতিহাসিক গোলটি এলো রোনাল্ডোর পা থেকেই।
ইতালির প্রথম ক্লাব হিসেবে লিগে পাঁচ হাজার গোলের মাইলফলক স্পর্শ করল তুরিনের বুড়িরা। গোলের পর প্রতিপক্ষ গোলপিকারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে হলুদ কার্ড দেখলেও দিনশেষে রোনাল্ডোর মুখে ছিল চওড়া হাসি। চলতি শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে লিগে টানা ছয় ম্যাচে গোল করলেন পর্তুগিজ যুবরাজ। ১১ গোল নিয়ে সেরি-এ লিগে
টপ-স্কোরার পিয়াতেকের পাশে বসেছেন। তবে সব ছাপিয়ে দলের জয়েই বেশি খুশি রোনাল্ডো, ‘৫০০০তম গোল? অবশ্যই আমি খুশি। তবে সবচেয়ে বেশি খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
এই জয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে মৌসুমের প্রথম ১৬ ম্যাচে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছে জুভেন্টাস। ১৬ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। ৩২ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইন্টার মিলান এদিন মাউরো ইকার্দির দেয়া একমাত্র গোলে হারিয়েছে উদিনেসকে।
