নেইমারকে পেলের কটাক্ষ!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফুটবলের দেশ ব্রাজিলের সুপারস্টার নেইমারকে এ সময়ের পেলে ভাবতে চাচ্ছেন ভক্তসহ ফুটবলবিশ্ব।
কিন্তু সেদিকে যেন তেমন একটা লক্ষ্য নেই ব্রাজিলীয় ফরোয়ার্ডের।
যদিও এক বছরের অধিক সময় ধরে বেশ আলোচনায় থেকেছেন নেইমার।
তবে সেটি খেলার নৈপুণ্যে নয় মাঠে তার নাটুকে স্বভাবের জন্যই অনেক সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি এ কথা স্বীকার করেছেন স্বদেশীয় ফুটবল রাজা পেলে নিজেই। নেইমারের এমন স্বভাবে খানিকটা ক্ষেপেছেন পেলে।
নেইমার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পেলে বলেন, ‘সাম্প্রতিক সময়ে কী ঘটছে? সে নিজেকে অন্য পথে পরিচালিত করছে, গোল করে নয়, বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা। মাঠে ফাউলের ভান করছে, রেফারির সঙ্গে লাইভে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। ফলে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
শুধু কটাক্ষই নয়, খেলোয়াড়ি রণকৌশল ছেড়ে মাঠে নেইমারের এমন অভিনয়ের বিষয়ে বেশ সতর্ক করেছেন পেলে।
এতে নেইমারের বিশেষভাবে ক্ষতি হচ্ছে জানিয়ে পেলে বলেন, এমনটি করে ব্রাজিলের বর্তমান তারকা নিজেকে হারিয়ে ফেলছেন। বিশ্ব ফুটবলে নিজেকে সেরা প্রমাণ করতেও ব্যর্থ হচ্ছেন।
পেলে অবশ্য নেইমারকে বিশ্বের সেরাদের একজন মনে করেন। তিনি বলেন, আমি সবসময় বলি- নেইমার একজন গ্রেট খেলোয়াড় হবে।
তবে তিনি বিশ্বাস করেন নেইমারকে মাঠে এমন অভিনয় না করে খেলায় আরও মনোযোগী হলে তার এবং সেলেকাওদের সাফল্য অবশ্যম্ভাবী।
এ বিষয়ে পেলে বলেন, ‘আমরা একসঙ্গে বসে এ ব্যাপারে বহুবার আলোচনা করেছি। সে বিশ্বের সেরা একজন খেলোয়াড়। আমি তাকে বলি- সে আমাদের সন্তান। কেননা তাকে সান্তোসের ছেলে হিসেবে বিবেচনা করা হয়।’
এ সময় নিজের সেরাটা তুলে ধরতে নেইমারকে সব রকম সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন পেলে।
