মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্যাটিং বিপর্যই পরাজয়ের মূল কারণ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

বাজে ব্যাটিংয়ের কারণেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজিত বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপটের সঙ্গে (৮ উইকেট) জয় পাওয়া বাংলাদেশ, সেই ধারাবাহিকতা টি-টোয়েন্টি সিরিজে ধরে রাখতে পারেনি।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় সোমবার মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই শেলডন কটরিলের গতির মুখে পড়ে বাংলাদেশ দল।

এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। উইকেটের এক পাশে সাকিব দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মিছিলে।

সময়ের ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৪৩ বলে আট চার ও দুই ছক্কায় গড়া ৬১ রানের ইনিংসে ভর করে ১৯ ওভারে ১২৯ রানে অলআউট। বাংলাদেশ দলের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগারে পৌঁছার আগেই আউট হয়ে সাজঘরে ফেরেন। উইন্ডিজের হয়ে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন কটরিল।

টার্গেট তাড়া করতে নেমে ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্যারিবীয়রা। দলের জয়ে ২৩ বলে ৫৫ রান করেন দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপ। এর আগে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ২৯৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন। টি-টোয়েন্টি সিরিজেও রান সংগ্রহের সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে শনিবার শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শেষ হবে ক্যারিবীয়দের।