মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

কোহলিনামা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

মাত্র ১২৭ ইনিংসে ক্যারিয়ারের ২৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন বিরাট কোহলি। টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে কম ৬৮ ইনিংসে ২৫ সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের।

কোহলি পেছনে ফেলেছেন দুই স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার (১৩০) ও সুনীল গাভাস্কারকে (১৩৮)। সব মিলিয়ে ভারতের চতুর্থ ও বিশ্বের ২১তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২৫ সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন কোহলি।

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯ ইনিংসেই ছয়টি টেস্ট সেঞ্চুরি হয়ে গেল কোহলির। অস্ট্রেলিয়ায় ছয়টি সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকারেরও। তার লেগেছিল ২০ টেস্ট। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে শুধু দুই ইংলিশ গ্রেট জ্যাক হবস (৯) ও ওয়ালি হ্যামন্ডের (৭)।

১০

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে সব মিলিয়ে ৪৯ ইনিংসে ১০টি টেস্ট সেঞ্চুরি করেছেন কোহলি। এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে এই তিন দেশে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু শচীনের। ৯৬ ইনিংসে ১৫ সেঞ্চুরি।

৩৪

অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি করেছেন কোহলি, যা দ্বিতীয় সর্বোচ্চ। কোহলি কাল পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে (৩৩)। কোহলির সামনে আছেন শুধু অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪১)।