শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

অবশেষে জয় পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। ৫ উইকেটে জয় পেয়েছে সরফরাজ আহমেদের দল। 

তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয় পাকিস্তান। তাই ওয়ানডে সিরিজে ভালো করার লক্ষ্য ছিল তাদের। লক্ষ্যকে বাস্তবে রুপ দিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে সরফরাজের দল।

পোর্ট এলিজাবেথে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলার সেঞ্চুরি ও অভিষেক ম্যাচ খেলতে নামা রাসি ভ্যান ডার ডুসেনের ৯৩ রানের সুবাদে ৫০ ওভারে ২ উইকেটে ২৬৬ রানের লড়াকু সংগ্রহ পায় প্রোটিয়ারা। ১০২ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১০৮ রান করেন আমলা। ৬টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে নিজের ইনিংসটি সাজান ডুসেন।

 

জবাবে ওপেনার ইমাম উল হকের ৮৬ ও মোহাম্মদ হাফিজের অপরাজিত ৭১ রানে ৫ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।