বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতির মাঠে ওসমান পরিবারের ৩ পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ওসমান পরিবারের ঐতিহ্য দীর্ঘদিনের। নারায়ণগঞ্জের নানান উত্থান-পতন ও রাজনৈতিক নানান সংকটময় মূহুর্তে এই পরিবার হয়ে হাল ধরেছেন খান সাহেব ওসমান আলী, এ কে এম শামসুজ্জোহা, নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমান। ওসমান পরিবারের তিন পুরুষের রাজনীতিতে বরাবরই পুরুষরা নেতৃত্ব দিয়েছেন। পিছনে থেকে নারীরা সাহস যুগিয়েছেন। যদিও এ কে এম শামসুজ্জোহার পত্নী নাগিনা জোহা ৫২`র ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন কিন্তু রাজনীতির মাঠে কখনও তাঁকে দেখা যায়নি। কিন্তু রাজনীতির মাঠে এখন পিছিয়ে নেই ওসমান পরিবারের পুত্রবধূরা। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে দেখা গেছে তাদের রাজনৈতিক তৎপরতা।

এ কে এম শামসুজ্জোহার তিন পুত্রবধূ আছেন এই তালিকায়। প্রয়াত স্বামী নাসিম ওসমানের আসন নারায়ণগঞ্জ-৫ এ মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন পারভীন ওসমান। সক্রিয় রাজনীতি করার জন্য যোগ দিয়েছেন জাতীয় পার্টিতে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন ওসমান মনোনয়ন ঘোষণার আগে চালিয়েছেন একাধিক প্রচারণা। দেবর সেলিম ওসমান মহাজোটের টিকেট পেলে রাজনৈতিক প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে তাঁর কর্মীদেরকে সেলিম ওসমানের পক্ষে কাজ করান।

ওসমান পরিবারের আরেক পুত্রবধূ নাসরিন ওসমান। স্বামী সেলিম ওসমানের পক্ষেই চালিয়েছেন নির্বাচনী প্রচারণা। বেশির ভাগ সময় দেখা গেছে স্বামীর পাশে থেকেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে। একা একা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কম। বক্তব্যের সময়েও অল্প কথায় তুলে ধরেছেন কেন সেলিম ওসমানকে পুনরায় নির্বাচিত করা উচিত।

ওসমান পরিবারের কনিষ্ঠ পুত্রবধূ সালমা ওসমান লিপি। সমাজসেবামূলক কাজ নিয়েই ব্যস্ত। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দুস্থ, অসহায় নারীদের পাশে থেকেছেন সকল সময়। অনেকটা নিভৃতে এসকল কাজে যুক্ত থাকলেও ৯৬ সাল থেকে স্বামী শামীম ওসমানের রাজনৈতিক কার্যক্রমে পাশে থেকেছেন। বিশেষ করে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে তাঁর সরব উপস্থিতি সকলের নজর কাড়ে। প্রমাণ দিয়েছেন নিজের রাজনৈতিক পরিপক্বতার। এবারের নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে স্বামী শামীম ওসমানের পাশাপাশি নৌকার পক্ষে পথসভা, উঠান বৈঠক, প্রচারপত্র বিলি, ভোটারদের দোরগোড়ায় গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া সকল ক্ষেত্রেই ছিলো তার সরব উপস্থিতি। চষে বেড়িয়েছেন শামীম ওসমানের নির্বাচনী এলাকা ফতুল্লা সিদ্ধিরগঞ্জের সকল অলিগলি।

নির্বাচনের সময় দেয়া বক্তব্যে তিনি শামীম ওসমানের হাতে বিগত সময়ে যে সকল উন্নয়ন হয়েছে তা তুলে ধরেছেন ভোটারদের মাঝে। বলেছেন উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতেই যেন ভোট দেয়া হয় নৌকায়। সেই সাথে স্মরণ করিয়েছেন বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির কথা। তাঁর স্পষ্ট উচ্চারণের, সাবলীল ভাষার বক্তব্য প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। সালমা ওসমান লিপি যিনি নারায়ণগঞ্জের সর্বমহলে লিপি ওসমান হিসেবে পরিচিত। তাকে উদিয়মান এবং সম্ভাবনাময় নারী নেতৃত্ব হিসেবে দেখছে নারায়ণগঞ্জের অভিজ্ঞ মহল। যে কারণে অনেকে মনে করছেন আগামী দিনের নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ  ভূমিকায় দেখা যেতে পারে সালমা ওসমান লিপিকে।