শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্যান্ড যাত্রায় যোগ হলো ‘বাংলা ফাইভ’

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হিম উৎসবের সমাপনী দিনে নিজেদের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’ প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ব্যান্ড ‘বাংলা ফাইভ’। এই ব্যান্ডে লিড ভোকাল হিসেবে রয়েছেন সিনা হাসান, লিড গিটার বাজাবেন অনিক, রাফিন বাজাবেন বেইজ গিটার আর মেহেদী রয়েছেন ড্রামসে।

সদস্য চারজন, কিন্তু ব্যান্ডের নাম বাংলা ফাইভ কেনÑ এর ব্যাখ্যা দিতে গিয়ে সিনা হাসান বলেন, ‘আমরা চার সদস্য পারফর্ম করব, কিন্তু সেই পারফর্মেন্স দেখবে কে? দর্শক দেখবে। সুতরাং এখানে সমস্ত দর্শককে একজন ধরে আমরা আমাদের দলে প্রতীকীভাবে জায়গা দিয়েছি। সে জন্যই আমাদের ব্যান্ডের নাম ‘বাংলা ফাইভ’।

ব্যান্ড দুনিয়ায় নতুন অধ্যায়ের প্রত্যয় ব্যক্ত করে সিনা বলেন, ‘আমাদের ব্যান্ডের মূল পুঁজি হলো আত্মবিশ্বাস। আমরা প্রত্যেক সদস্য মনে করি, নিজেদের গায়কী ও পারফর্মেন্স দিয়ে আমরা ব্যান্ড দুনিয়ায় একটা নতুন  অধ্যায় সূচনা করতে পারব। আমরা যে গানগুলো করতে চাই, সেগুলো অনেক দিন টিকিয়ে রাখার জন্য, দিন দুয়েকের জন্য ভাইরাল হতে নয়। বছরের পর বছর ধরে যেন মানুষ গানগুলোর মর্মার্থ খুঁজতে পারে, নিজেদের যাপিত জীবনের সঙ্গী করতে পারে, এমনভাবেই আমরা গানগুলো বাঁধতে চাই।’

‘বাংলা ফাইভ’ শুরুর গল্পটাও শোনান সিনা। বলেন, ‘আমার প্রথম একক অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ প্রকাশের পর এর গানগুলো শ্রোতারা যখন শুনল, তখন আমাকে তারা আগের তুলনায় বেশি করে চেনা শুরু করল, আমার স্টেজ শোর পরিমাণও খানিকটা বেড়ে গেল। যদিও সেগুলো বাণিজ্যিক
ভাইরাল গানের মতো কোনো গান ছিল না। কিন্তু যারা শুনেছে, তাদের ইতিবাচক প্রতিক্রিয়া ছিল অ্যালবামটির ওপর। এরপরই মূলত পূর্ণাঙ্গ একটি ব্যান্ড দাঁড় করানোর প্রয়োজনীয়তা অনুভব করি। এ যাত্রায় আমার সঙ্গী হলো তিনজনÑ অনিক, রাফিন ও মেহেদী। আমরা চারজন মিলে শো করতে লাগলাম দেশের বিভিন্ন প্রান্তে, নেপালে ও কলকাতায়। পাশাপাশি নিজেদের প্রথম অ্যালবাম বানানোর কাজও করতে থাকি। গত এক বছর পরিশ্রম করে শেষ পর্যন্ত অ্যালবামটি প্রস্তুত করি। এভাবেই বাংলা ফাইভের পথচলা শুরু সেই ২০১৬ সালে।’

বাংলা ফাইভের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’-এ গান থাকছে মোট চারটিÑ ‘বাবা মায়ের পকেট’, ‘কনফিউশন’, ‘মনে করো’ ও ‘সন্ধ্যা নামায় রাখি’। চার গানের অ্যালবাম ও চার সদস্যের এই দলের আনুষ্ঠানিক অভিষেক হবে হিম উৎসবের আয়োজনে। যে উৎসবটি কোনো প্রতিষ্ঠানের ¯পন্সর না নিয়ে ব্যক্তিগত প্রচেষ্টা আর গণচাঁদায়  অনুষ্ঠিত হয়। এই উৎসবের গত বছরের আসরে সহজিয়া ব্যান্ডের ‘ঘোড়া’ অ্যালবামটি প্রকাশ পেয়েছিল।