আলিয়ার ‘কলঙ্ক’ ফাঁস!
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
আলিয়া ভাট। বলিউডের এই লাস্যময়ীর অভিষেক হয় ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ সিনেমা দিয়ে। কিন্তু রুপালি পর্দা মানেই বিতর্ক। আর এই বিতর্কে অনেকবার পড়েছিলেন নায়িকা। তবে সব বিতর্কের ছাপিয়ে নিজের অভিনয় দিয়ে মাত করে রেখেছিলেন তার ভক্তদের।
এদিকে, কর্ণ জোহরের সিনেমা ‘কলঙ্ক’তে অভিনয় করছেন আলিয়া। তবে এই মুহূর্তে ‘কলঙ্ক’-এর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন কর্ণ জোহর। কেননা এ ছবি প্রযোজনার দায়িত্বও তার। আর সেই ছবিতেই ফাঁস হয়ে গেলো আলিয়ার লুক।
সম্প্রতি ‘কলঙ্ক’ সিনেমার একটি ভিডিও ফাঁস হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে, কোনো একটি নাচের দৃশ্যের জন্য তৈরি হচ্ছেন আলিয়া। পরনে ঘাগরা-চোলি। ক্যামেরা অন হওয়ার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। সে সময়ই গোপনে তোলা হয়েছে ওই ভিডিও।
এ ছবিতে আলিয়া ছাড়াও মাধুরী দীক্ষিত, বরুণ ধওয়ন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কাপুর অভিনয় করছেন। তবে আলিয়ার অভিনয় নিয়ে উত্তেজিত কর্ণ স্বয়ং।
পরিচালক অভিষেক বর্মনের এই ছবি একটি পিরিয়ড ড্রামা। সব কিছু ঠিক থাকলে মুক্তি পাহে আগামী ১৯ এপ্রিল।
