‘দীপিকার প্রাক্তন প্রেমিক’ পরিচয়ে আর পরিচিতি চান না ইনি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
এক সময় তিনি ছিলেন দীপিকা পাড়ুকোনের প্রেমিক। কিন্তু সে প্রায় এক যুগ আগের কথা। তিনি নিহার পাণ্ড্য। এখন রণবীর সিংহের স্ত্রী দীপিকা। কিন্তু নিহারকে এখনো দীপিকার প্রাক্তন প্রেমিক বলেই পরিচিত। যা একেবারেই পছন্দ নয় তার।
আগামী ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন নিহার। কিন্তু বিয়ের খবরেও তিনি পরিচিত হচ্ছেন দীপিকার প্রাক্তন প্রেমিক হিসেবে। আবার অভিনয়ে ডেবিউয়ের ক্ষেত্রেও তার নামের আগে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে ‘দীপিকার প্রাক্তন প্রেমিক’। আর এতেই চটেছেন তিনি।
নিহারের কথায়, দীপিকা সুখে সংসার করছে। ওর প্রতি কোনো খারাপ মনোভাব নেই আমার। আমি শুধু ভালটুকুই মনে রাখতে চাই। আমি ওকে শুভকামনা জানাব। আমি নিশ্চিত দীপিকাও তাই করবে। শুধু এটুকু অনুরোধ, আমাকে আর দীপিকার প্রাক্তন প্রেমিক বলে সম্বোধন করবেন না। আমার নিজস্ব একটা পরিচয় আছে।
দীপিকা-নিহার বছর তিনেক লিভ-ইন রিলেশনে ছিলেন বলে শোনা যায়। তবে সে সব এখন অতীত। কঙ্গনা রানাউয়াতের ‘মণিকর্ণিকা’ ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছেন নিহার। অন্যদিকে বিয়ের পর মেঘনা গুলজারের ছবির কাজে শুটিং ফ্লোরে ফিরেছেন দীপিকা।
