শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভালো আছেন কাজী হায়াৎ, নিউইয়র্ক থেকে মিশা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

ঘাড়ের রক্তনালীর চিকিৎসা করাতে গত মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন গুণী নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ। সম্প্রতি তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে কাজী হায়াৎ সুস্থ আছেন বলে জানিয়েছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

নিউইয়র্কের যে বাসায় কাজী হায়াৎ রয়েছেন সেখানে শনিবার তাকে দেখতে যান মিশা। সেখান থেকে ফেসবুকে কাজী হায়াৎ ও কাজী মারুফের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। ক্যাপশন তিনি লিখেন, কাজী হায়াৎ ভাই ভালো আছেন। আজ তার বাসায় গিয়ে সাক্ষাৎ করলাম। আপনারা সবাই তার এবং পরিবারের জন্য দোয়া করবেন। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

কয়েক সপ্তাহ আগে কাজী হায়াৎ’র মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তার ছেলে অভিনেতা কাজী মারুফের ফেসবুকে পোস্ট হওয়া এক ভিডিও বার্তায় কাজী হায়াৎ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।

 

এদিকে মিশা সওদাগর গেল এক মাস যাবৎ আমেরিকাতেই অবস্থান করছেন। মূলত পরিবারকে সময় দেয়ার জন্য সেখানে গিয়েছেন তিনি।