‘মা’ গানে মাতালেন নোবেল, কাঁদালেন মঞ্চ (ভিডিও)
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

ভারতীয় চ্যানেল জি বাংলার সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল এখন পরিচিত মুখ। শনিবার জেমসের ‘মা’ গানটি গেয়ে মাত করেছেন বিচারকসহ দর্শকদের।
নোবেলের গাওয়া ‘মা’ গানে ছিল ভিন্ন এক আয়োজন। যেখানে গানের মধ্যেই রবীন্দ্রনাথের মাকে নিয়ে লেখা এক কবিতা অনেকটা আবেগঘনভাবেই আবৃতি করা হয়েছে। আর এটি আবৃতি করেছেন কলকাতার নাট্যমঞ্চের জনপ্রিয় অভিনেতা গৌতম হালদার।
নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলে গানটি নিয়ে তিনি বলেন, এটি একটু ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই সবাই গানটি এত পছন্দ করেছে।
গানটি শুনে এ সময় অনুষ্ঠানের উপস্থাপক যিশু সেনগুপ্ত অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েছেন। ক্যামেরা ঘুরাতেই তার চোখে কান্না দেখা যায়। আর মোনালি ঠাকুরের মা অসুস্থ থাকয় তিনিও আবেগতাড়িত হয়ে যান।
এদিকে, গানটি প্রচারে পরপরই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। দর্শকদের মন জয় থাকে গানটি। এছাড়া আজ ‘সা রে গা মা পা’-এ পারফর্ম করেবের বাংলাদেশের আরকে প্রতিযোগী অবন্তী সিথি। যেখানে তিনি শচীন দেবর্মনের গাওয়া ‘ঘাটে লাগাইয়া ডিঙা’ গানটি গাইবেন।