শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার একসঙ্গে তারা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

তাহসান খান, জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো- এই তিন তারকা স্ব স্ব জায়গায় জনপ্রিয়। বলতে গেলে এই সময়ে নাট্যাঙ্গনে সবচেয়ে জনপ্রিয় তারা। এই তিনজনকে কখনো একসঙ্গে দেখা যায়নি। এবার সেই কাজটি করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। এই নির্মাতার নির্দেশনায় ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’ এ অভিনয়ের জন্য একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তারা।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এই ওয়েব ফিল্মটির দৃশ্যায়ণের কাজ সম্পূর্ণ হয়েছে। এতে তাহসান, অপূর্ব ও নিশো ছাড়াও আরো অভিনয় করেছেন সানজিদা প্রীতি, রাইসা অর্পা, নাজিয়া হক অর্ষা, রিফাত জাহান প্রমুখ।

ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী। জীবনকে তারা কিভাবে দেখেন এবং প্রাপ্তি-অপ্রাপ্তির নানান হিসেবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে।

 

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, জনপ্রিয় এই তিন তারকাকে একসঙ্গে পাওয়া দুরূহ হলেও গল্পের প্রয়োজনেই প্রথমবারের মতো একসঙ্গে তাদেরকে নিয়ে কাজ করছি। নির্মাণের দিক দিয়ে কাজটি করা হয়েছে চলচ্চিত্রের আদলে। নির্মাণ, গল্প ও অভিনয় সবকিছুতেই রয়েছে চলচ্চিত্রের আবহ।

৬০ মিনিট ব্যাপ্তির ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আগামী ২৩ জানুয়ারি। সেদিন থেকে সাধারণ দর্শকরা এটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’-এ উপভোগ করতে পারবেন।