অভিনেত্রীদের মধ্যে সংরক্ষিত আসনে এমপি হতে চান যারা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ষাটের দশকের জনপ্রিয় নায়িকা থেকে হালফিলের টিভি সিরিয়ালের অভিনেত্রী। বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের ভোটে মনোনয়ন চেয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভিড় জমেছে সকলের। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশেও দেখা গিয়েছে নানা তারকার মুখ।
বাংলাদেশের জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি'তে সরাসরি নির্বাচন হয়। নারীদের জন্য সংরক্ষিত বাকি ৫০টি আসন সরাসরি নির্বাচনে বিজয়ী সাংসদ-সংখ্যার আনুপাতিক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বণ্টন করা হয়। একাদশ জাতীয় সংসদের আনুপাতিক হিসেবে অন্তত ৪৩টি আসন বিজয়ী দলের প্রার্থীদের। আর সেই ৪৩টি আসনের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে আওয়ামী লীগের ধানমন্ডীর কার্যালয়ে ১,৪১৫ জন মনোনয়ন-প্রত্যাশী আবেদন জানিয়েন। তাঁদের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশনের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীও রয়েছেন।
আওয়ামী লীগ নেত্রী সুলতানা কামাল এদিন সাংবাদিকদের বলেন, 'সারাহ বেগম কবরী, ফাল্গুনী হামিদ, সুজাতা, অঞ্জনা, দিলারা, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, শমী কায়সার, শাহনূর, অপু বিশ্বাস, তারিন জাহান, জ্যোতিকা জ্যোতির মতো পরিচিত অভিনেত্রীরা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়ে আবেদন জানিয়েছেন। দলনেত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।'
বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কবরী ২০০৮ সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। প্রবীণ অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং মুক্তিযুদ্ধের শহিদ শহিদুল্লা কায়সারের কন্যা শমী কায়সারও দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। অন্যদিকে, টেলি-সিরিয়ালের জনপ্রিয় মুখ তারিন এবং নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা এবারের ভোটের আগে প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থনের কথা জানিয়েছেন।
