শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জয় দিয়ে শুরু করেছে সাইফ স্পোর্টিং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) জয় দিয়ে শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। রহমত মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে সাইফ। এই প্রথমবারের মতো ঢাকার বাইরে প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জয় তুলে নেয় সাইফ স্পোর্টিং।

প্রথমার্ধের ৩৭তম মিনিটে লিড নেয় সাইফ স্পোর্টিং। জাবেদ খানের গোলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। বিরতির আগে এই স্কোরে এগিয়ে থাকে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সাইফের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড পার্কের অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোলটি করেন মেহেবুব হাসান নয়ন। ৯০তম মিনিটে সাইফের ডি-বক্সে নিজেদের খেলোয়াড়ের হ্যান্ডবল হলে পেনাল্টি লাভ করে রহমতগঞ্জ। সেখান থেকে স্কোর আদায় করেন ব্যবধান কমান রহমতগঞ্জের মিডফিল্ডার ফয়সাল আহমেদ। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং।

এদিকে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে (বিপিএল) জয় দিয়ে শুরু করেছে চট্টগ্রাম আবাহনী। শনিবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ ব্যবধানে হারিয়েছে বন্দরনগরীর দলটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওয়ালা।