জয় দিয়ে শুরু করলো চট্টলার দল আবাহনীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

প্রিমিয়ার লিগ জয় দিয়ে শুরু করলো চট্টলার দল আবাহনী। তবে তার জন্য কষ্ট পোহাতে হয়েছে ব্লু পাইরেটসদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে নবম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় চট্টগ্রাম আবাহনী। ফাহিম মোরশেদের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে আর এগিয়ে যাওয়া হয়নি তাদের।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মিডফিল্ডার ইউসুকে কাতোর শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধাও। গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুইদল। তবে ৫০তম মিনিটে মাগালানের ফ্রি কিক থেকে পাওয়া গোলে চট্টগ্রাম আবাহনী ম্যাচে প্রথমবারের মত লিড নেয়।
এরপরে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মুক্তিযোদ্ধা। কিন্তু ম্যাচে তাদের আর ফিরা হয়ে উঠেনি। ৮৪তম মিনিটে ফামোসার শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনী ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।