বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ফুসফুসের অজানা যত তথ্য

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার


১. আমাদের কি মনে হয় না যে, আমাদের সুস্থ শরীরে কখনো শ্বাস-প্রশ্বাসের ঘাটতি হয়ে থাকে কি না। কেননা আমরা গড়ে প্রতি মিনিটে প্রায় ৫৭ লিটার বাতাস গ্রহণ করে থাকি যার ফলে কখনো আমাদের বাতাস কিংবা শ্বাস প্রশ্বাসের ঘাটতি হয় না।

২. আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের দুটো ফুসফুস সমান ও সমান্তরাল। কিন্তু এমনটি নয়। আমাদের ফুসফুসের ডান অংশটি সামান্য লম্বা বাম অংশের তুলনায়। হৃদপিণ্ডকে স্থান দেয়ার জন্য আমাদের ফুসফুসের আকৃতি এমনটি হয়েছে।
 
৩. ডান পাশের ফুসফুস ৩ ভাগে বিভক্ত অথচ বাম পাশেরটি ২ ভাগে বিভক্ত।

৪. মানবদেহের ফুসফুসকে মস্তিষ্ক চালনা করে থাকে। আমাদের মস্তিষ্কই বলে দেয় যে ফুসফুস কতটুকু বাতাস গ্রহণ করবে বা কতটুকু বর্জন করবে। আমরা একটু খেয়াল করলেই বিষয়টা বুঝতে পারবো। যেমন, পানির নিচে ডুব দেয়ার সময় আমরা শ্বাস-প্রশ্বাস ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেই।

৫. মাত্র একটি ফুসফুস দিয়ে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। মাঝেমধ্যে একটু সমস্যা হবে যদি অধিক পরিমাণে ব্যয়াম করা হয়ে থাকে। এছাড়া মনেই হবে না যে আপনার একটি ফুসফুস আছে নাকি দুটো!

৬. মানবদেহের অন্য অঙ্গের তুলনায় ফুসফুস একটু আলাদা, কারণ এটি পানিতে ভাসতে পারে। অন্যসকল অঙ্গ পানিতে ভাসতে পারে না। এর কারন হলো ফুসফুসে শ্বাস ত্যগ হওয়ার পরও এক লিটার বাতাস জমা থাকে যা পানিতে ভাসতে সাহায্য করে।

৭. সবাই মনে করি যে ফুসফুস একটি মাঝারি ধরনের অঙ্গ। কিন্তু এটা বেশ বড়। যদি একটি ফুসফুসের অংশ খুলে ছড়ানো হয় তাহলে তা পুরো টেনিস খেলার মাঠকে ঢেকে ফেলবে!

 
৮. ফুসফুস নিঃশ্বাসের শুধুমাত্র ৫ শতাংশ অক্সিজেন ব্যবহার করে থাকে। বাকিগুলো বের করে দেয়। এই প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকে মৃত্যুর আগ পর্যন্ত।

৯. প্রতি ঘন্টায় আমরা প্রায় ১৭ মি.লি. পানি শ্বাসের সাথে ত্যাগ করে থাকি।

১০. আমাদের মুখের সাথে ফুসফুসের একদম সরাসরি সংযোগ রয়েছে।

১১. ফুসফুস আমাদের মেরুদণ্ডের পিছনের দিকের সুষুম্নাকান্ডের সাথে যুক্ত এবং বক্ষের হাড় দ্বারা ঢাকা। এর ফলে আমাদের ফুসফুস বেশ সুরক্ষিত অবস্থানে থাকে।

১২. শ্বাস-প্রশ্বাস বাদেও ফুসফুসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ফুসফুস তার ৭০ শতাংশ বর্জ্য শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ত্যাগ করে থাকে।

১৩. বাচ্চারা যখন মায়ের পেটে থাকে তখন তাদের ফুসফুস সম্পূর্ণরূপে তরলে নিমজ্জিত থাকে। তাই একটি বাচ্চা যখন জন্মলাভ করে তখন তার প্রথম শ্বাসটি নিতে প্রায় ১০ সেকেন্ডের ন্যায় সময় লাগে।

 
১৪. ফুসফুস কথা বলায় অন্যতম ভূমিকা পালন করে থাকে। এর ভেতর থেকে বাতাস না এলে আমাদের স্বরযন্ত্র কাজ করত না!

১৫. পুরো বিশ্বের ৮০ শতাংশ ফুসফুসের ক্যন্সার এর জন্য দায়ী হচ্ছে ধূমপান। ধূমপান করলে ফুসফুসে বিষাক্ত পদার্থ জমে যার ফলে এটি ঠিকমত কাজ করতে পারে না এবং শ্বাস প্রশ্বাসের প্রচুর ব্যঘাত ঘটে। তাই সকলের উচিত ধূমপান ত্যগ করা এবং আমাদের ফুসফুসকে সুস্থ রাখা।