মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১২ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাবিপ্রবির ছাত্রী লাঞ্ছনায় সড়ক অবরোধ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

পাবনা-ঢাকা সড়ক অবরোধ করে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

পাবিপ্রবির সিএসই তৃতীয় বর্ষের ছাত্রী তাসলিমা খাতুন বলেন- শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাধানগর ডিগ্রি বটতলায় ‘ঝর্ণা ভিলা’ নামের একটি ছাত্রী নিবাসে এক ছাত্রীকে লাঞ্ছিত করা হয়। 

ওই ছাত্রী নিবাসের মালিকের ভাতিজা আসিফ ইকবাল চিন্ময় (২৬) ছাত্রী নিবাসে অনাধিকার প্রবেশ করেন। তিনি কয়েকজন ছাত্রীকে অশ্লীল গালিগালাজসহ এক ছাত্রীকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীদের চিৎকারে মেস মালিক ও তার স্ত্রী এসে সবাই মিলে ছাত্রীকে উদ্ধার করেন। এরপর ছাত্রীরা মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস পাবনা সদর থানার ওসি ওবাইদুল হককে নিয়ে ঘটনাস্থলে পৌছান। এ ঘটনার সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় রাতে ওই বখাটে কে আটক করা হয়েছে। শনিবার বিকেলে মামলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ বলেন, ঘটনা সন্ধ্যা ৬টায় ঘটলেও আসামিকে রাত ১১টায় গ্রেফতার করা হয়। এত কালক্ষেপন কেন? এরকম ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু মেয়েদের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস বলেন, আমরা দোষির শাস্তি চাই। এরই মধ্যে মামলা হয়েছে। শিক্ষার্থীরাও আশ্বস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।