সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

ফরম জমার সময় রোববার পর্যন্ত বাড়াল আওয়ামী লীগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরমে জমা দেয়ার সময় আগামী রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়িয়েছে আওয়ামী লীগ। প্রার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে এ সময়সীমা বাড়ানো হয়েছে।

 

শুক্রবার ফরম বিক্রি ও জমা কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও শুধু ফরম বিক্রি শেষ হয়েছে আজ। অতিরিক্ত ভিড়ের কারণে সময়সীমা বাড়ানোর বিষয়টি মাইকে ঘোষণা দেয়া হয়।

এদিকে সরেজমিন ঘুরে দেখা যায়, মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা দিতে আজ বিকেলেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ছিল উপচে পড়া ভীড়। এতে কার্যালয়ের বাইরেও ব্যাপক লোকজনের সমাগম দেখা গেছে।

 

প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার ৫০টি ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে মোট ফরম বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৩টিতে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিক্রি হয় ৩২৬টি ফরম। আর আগের দুই দিনে বিক্রি হয়েছে ১ হাজার ৫৭টি ফরম।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়। আর সংরক্ষিত নারী আসনগুলোর মাধ্যমে এমপি নির্বাচন করা হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে।

২০০৪ সালের মে মাসে অষ্টম সংসদ সংসদীয় আসন অধ্যাদেশ (চতুর্দশ সংশোধনী), ২০০৪ পাশ করে। এতে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ ৬৫(৩) সংযুক্ত করা হয়। যাতে বলা হয়, সংবিধানের (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করে দশ বৎসরকাল অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাঙ্গিয়া না যাওয়া পর্যন্ত পঁয়তাল্লিশটি আসন কেবল মহিলা-সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং সংসদ কর্তৃক পাশকৃত আইনের সাপেক্ষে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে সংরক্ষিত আসনে মহিলারা নির্বাচিত হইবেন। সংরক্ষিত নারী আসনের এই ব্যবস্থা থাকলেও নারীরা সাধারণ নির্বাচনেও প্রার্থী হতে পারবেন।

 

পরবর্তীতে ২০১১ সালের ৩ জুলাই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ এ উন্নীত করা হয়। যার মেয়াদ দশম সংসদে শেষ হয়ে যায়।

এ লক্ষ্যে গেল বছরের জুলাইতে সংবিধানে সপ্তদশ (১৭তম) সংশোধনী আনা হয়। এতে জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসন আরো ২৫ বছরের জন্য রাখার বিধান করা হয়।