সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

বাংলাদেশ আজ ক্ষুধা মুক্ত দেশে পরিণত হয়েছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৯ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

 নওগাঁ-১ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিলো এদেশ হবে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ আজ ক্ষুধা মুক্ত দেশে পরিণত হয়েছে। খাদ্যের জন্য বাংলাদেশকে আজ অন্যের দুয়ারে হাত পাততে হয়না। আমরা এখন খাদ্যে স্বংয়সম্পন্ন দেশে বসবাস করছি।’

বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলার সাপাহার উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘ভবিষ্যতে দেশের খাদ্যের সম্পূর্ণ চাহিদা পূরণ করে বিদেশে খাদ্যশস্য রফতানি করবো। কৃষকরা এখন সকল রকম শস্য চাষাবাদে প্রয়োজনীয় সার, বীজ পেয়ে আজ মনের আনন্দে তার জমিতে চাষাবাদ করে খাদ্যশস্য উৎপাদন করছে। আগামীতে কৃষকের জন্য আরো নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ফজলু, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় উপজেলায় প্রবেশ করে উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী।