শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

মিশন এক্সট্রিম ছবিতেও খলচরিত্রে তাসকিন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩১ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

‘ঢাকা অ্যাটাক’ নামে একটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে বেশ তাক লাগিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান।

এবার একই চরিত্রে আবারও পুলিশি অ্যাকশন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘মিশন এক্সট্রিম’।

পরিচালনা করছেন ফয়সাল আহমেদ। ‘ঢাকা অ্যাটাক’-এরপর এটি হবে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। ক্রাইম, থ্রিল, সাসপেন্স ও অ্যাকশননির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হচ্ছে।

চলতি বছরের মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, তাসকিনকে তার চরিত্রের জন্য প্রস্তুত করার লক্ষ্যে কয়েক সপ্তাহব্যাপী মনস্তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণ দেয়া হবে।

এ ছবিতেও তাকে খলনায়ক চরিত্রে দেখা গেলেও এবারের চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। নতুন এ ছবি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ঢাকা অ্যাটাকের পর আবারও খল-চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি বেশ আনন্দের।

আমি সব সময় ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। বর্তমানে নতুন সিনেমার জন্য নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। দারুণ একটি জার্নি আমার জন্য অপেক্ষা করছে।’

ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। ছবিটি বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র শ্বাসরুদ্ধকর কয়েকটি অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনীকারও ছিলেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ ছবিটি ২০১৯ সালের মাঝামাঝি সময়ে মুক্তি দেয়া হবে। যথারীতি এ ছবিতেও নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ।