শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিপিএল দিয়ে নিউজিল্যান্ডের প্রস্তুতি হবে না: রোডস

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

বাংলাদেশ ক্রিকেট দলের মাথার ওপর নিউজিল্যান্ডের কঠিন পরিক্ষা ঝুলছে। বিপিএলে অংশ নেওয়ায় হয়তো আপাতত মাথা থেকে সেই চিন্তা দূরে আছে ক্রিকেটারদের। তবে কোচ ঠিকই নিউজিল্যান্ড সফর নিয়ে ভাবছেন। তাই ছুটি শেষ হবার আগেই বিপিএল দেখতে চলে এসেছেন তিনি। যা দেখলেন তাতে, বিপিএলে ভালো রান না হওয়ার ব্যাপারটা চোখ এড়ায়নি তার। সব মিলিয়ে তাই বিপিএলকে আগামী মাসের নিউজিল্যান্ড সফরের ভালো প্রস্তুতি বলতে পারলেন না তিনি।

আগামী ১৩ ফেব্রুয়ারি নিউজল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ১০ ফেব্রুয়ারি আছে প্রস্তুতি ম্যাচ। ওদিকে বিপিএলের ফাইনাল বসবে ৮ ফেব্রুয়ারি। যারা ২ ফেব্রুয়ারির মধ্যে গ্রুপ পর্ব থেকে বাদ যাবেন ওয়ানডে সিরিজের অনুশীলন শুরু করবেন তারা। বাকিদের বিপিএলকে ভরসা করেই খেলতে হবে ব্লাক ক্যাপদের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

কঠিন ওই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ স্টিভ রোডস বলেন, 'নিউজিল্যান্ডে আমরা যে উইকেটে খেলবো তার থেকে এটাকে আলাদা করে রাখুন। দলের বিপিএল থেকে যে প্রস্তুতি হচ্ছে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের প্রস্তুতি থেকে অনেক দূরে এটা। তবে বিপিএল দারুণ একটা টুর্নামেন্ট।'

টি-২০ এই্ টুর্নামেন্ট শেষ করেই ওয়ানডে সিরিজ খেলতে হবে। এ নিয়ে কোচের মন্তব্য, 'ওয়ানডে সিরিজের জন্য আমাদের দ্রুত প্রস্তুত হতে হবে। টেস্টের কিছু ক্রিকেটার প্রস্তুত হওয়ার জন্য কিছুটা বেশি সময় পাবেন। তবে ওয়ানডে সিরিজে ভালো করার জন্য আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো। বিপিএলে জাতীয় দলের খেলোয়াড়রা ভালো কিংবা খারাপ করলেও তা নিয়ে ভাববার তেমন কিছু নেই।'

নিউজিল্যান্ডের উইকেটে এশিয়ার দলগুলো খাবি কাটে। বাংলাদেশও তাই খারাপ করতে পারে। সেই শঙ্কা আছে। কোচের মতে, দল যদি খারাপও করে তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তার প্রভাব বিশ্বকাপে পড়বে না বলেও মনে করেন এই ইংলিশ কোচ। বিপিএলে সৌম্য সরকারকে গেল ম্যাচে দলে রাখেনি রাজশাহী। অথচ তার নিউজিল্যান্ডে সফর করার সব সম্ভবনাই আছে। বিষয়টি নিয়ে রোডস জানান, সৌম্য দলের ওপেনার, মিডল অর্ডার ব্যাটসম্যান নাকি অলরাউন্ডার হিসেবে খেলছে সেটা আগে ঠিক করতে হবে। তবেই সে সেরাটা দিতে পারবে।