ব্ল্যাকে ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০২ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

টিকিটি ব্ল্যাকিং এর ঘটনা নতুন কিছু নয়। সিনেমা, ক্রিকেট-ফুটবল কিংবা অন্যান্য খেলার আগে টিকিট ব্ল্যাকে বিক্রির নানা অভিযোগ পাওয়া যায়। সাধারণত ম্যাচের আগে আগে ঘটে এমন ঘটনা। কিন্তু ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার সাড়ে চার মাস আগেই নাকি ব্ল্যাকে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।
এই টিকিং ব্ল্যাকিংকে অবশ্য কেউ সমর্থন করে না। আইসিসিও এর বিরুদ্ধে। নিয়ম না মেনে টিকিট বিক্রির এই কাজ কোন ব্যক্তি নয় করছে একটি প্রতিষ্ঠান। 'ভিয়াগোগো' নামের এই ইংলিশ প্রতিষ্ঠান আইন অমান্য করে ১৬ হাজার টাকার টিকিট এখন বিক্রি করছে ১৩ লাখে!
ঐতিহাসিক লর্ডসে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের টিকিটের এই মূল্য দেখা গেছে। এছাড়া ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে ম্যাচের টিকিটও চড়া দামে বিক্রি হচ্ছে। লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের টিকিটেও দাম মূল দামের থেকে ১০৪ গুন বেশি। লর্ডসে ফাইনাল এবং ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য সাধারণত দর্শকদের টিকিটপ্রতি ১৫১ পাউন্ড মূল্য পরিশোধ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় মূল্য দাঁড়ায় প্রায় ১৬ হাজার টাকা।
ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজকদের একজন এ নিয়ে বলেন, 'আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের আইনজ্ঞের সঙ্গে আলাপ করা হবে। আইন অমান্য করে এমন কাজ যারা করছে শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।' ভিগো তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, এটা একটা মার্কেটপ্লেস। এখানে অবৈধ টিকিট বিক্রি হয় না। যে দামের কথা বলা হয়েছে সেই দাম গ্রাহকরা তুলেছে।'