বিজেএমসির আধিপত্য ভেঙে মহিলা হ্যান্ডবলে সেরা আনসার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫০ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হারিয়ে জাতীয় মহিলা হ্যান্ডবলের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। শুক্রবার পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে আনসার ২৯-২৮ গোলে হারিয়েছে বিজেএমসিকে।
বাংলাদেশ আনসার প্রথমার্ধে ১৪-১৩ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের ইসমত আরা নিশি ১১ টি ও আলপনা ৪ গোল করেন। বিজেএমসির রুপা করেছেন ৬ গোল। আনসারের ইসমত আরা নিশি ফাইনালসেরা ও টুর্নামেন্টেসেরা হয়েছেন।
এর আগে সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩১-৯ গোলে জামালপুরকে এবং বিজেএমসি ৩১-১৫ গোলে পুলিশকে পরাজিত করে। টুর্নামেন্টে তৃতীয় হয়েছে জামালপুর। স্থান নির্ধারণী ম্যাচে তারা ৩০-২৯ গোলে পুলিশকে হারিয়েছে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক কর্নেল (অব.) সেরাজুল ইসলাম।