অ্যাপলের জরাজীর্ণ অবস্থা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

বিক্রি প্রত্যাশা ছুঁতে না পেরে গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রত্যাশিত রাজস্ব আয়ে ব্যর্থ হয় অ্যাপল। সেই জের ধরেই কর্মী নিয়োগ কমাচ্ছে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি। রয়টার্সের খবরে বলা হয়, বেশকিছু বিভাগের জন্য কর্মী নিয়োগে লাগাম টানতে যাচ্ছে অ্যাপল। এর মাধ্যমে ব্যয় কমানোর চেষ্টা কমিয়ে আবারো শীর্ষে ফেরার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
গতবছরের জুন মাস থেকেই এই প্রযুক্তি প্রতিষ্ঠানের কয়েকটি ব্যবসা বিভাগে অসংখ্য কর্মী সঙ্কট রয়েছে। ছয় মাস আগেই বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হওয়া অ্যাপলের বর্তমান অবস্থা ভালো যাচ্ছে না। তাই প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ দিচ্ছে না প্রতিষ্ঠানটি।
এই খবর প্রকাশের পর বৈশ্বিক প্রযুক্তি বাজারে হইচই লেগে পড়েছে। অনেকে ব্লগার লিখেছেন, অ্যাপলের এখন জরাজীর্ণ অবস্থা। তবে এ অবস্থা থেকে নিজেদের ফেরাতে এমন সিদ্ধান্ত যুৎসই নয়।
এক সভায় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক কর্মী নিয়োগে লাগাম টানার সিদ্ধান্তের কথা জানান। তবে কোন বিভাগে কতজন কর্মী নিয়োগ কমানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।