হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা ব্রহ্মাণন্দম
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ব্রহ্মাণন্দম।
মুম্বাইয়ের একটি প্রখ্যাত হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। বেশ কিছু দিন ধরেই হৃদরোগে আক্রান্ত তেলেগু সিনেমার এ পরিচিত মুখ।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে প্রকাশ, কিছু দিন ধরে তার বুকের ব্যথা বেড়ে গিয়েছিল। চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মুম্বাই আনা হলে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ভর্তি করে নেয়া হয় হাসপাতালে।
এদিকে ব্রহ্মাণন্দমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। অনেকেই হাসপাতালে ভিড় জমান।
ভারতের গণমাধ্যমে তার চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর তিনি আপাতত ভালো আছেন। শিগগিরই সুস্থ হয়ে যাবেন তিনি।
প্রসঙ্গত ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিচিত মুখ ব্রহ্মাণন্দম।
ক্যারিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দক্ষিণী সিনেমার কমেডিয়ান চরিত্রে ব্রহ্মাণন্দমের সমকক্ষ কেউ নেই বললেই চলে।
আর সে কারণেই সেখানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতাদের মধ্যে ব্রহ্মাণন্দম অন্যতম।
২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ব্রহ্মাণন্দম।
