উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করুন: এইচ টি ইমাম
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
সোমবার দুপুরে সচিবালয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’র উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধু যে সংগ্রাম শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় তার কন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাদের অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন। এতে উন্নয়নের ধারা বজায় রাখতে আপনারা ভবিষ্যতেও কাজ করবেন।
সভায় তিনি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের আমি সংগ্রামী সালাম জানাই।
