আ’লীগের ‘বিজয় উৎসবে’ গণজমায়েতের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার মহাসমাবেশ করবে দলটি।
বিজয় উৎসবের এ কর্মসূচিতে ব্যাপক গণজমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি।
ঢাকা মহানগরীসহ আশপাশের জেলা থেকে দলের নেতাকর্মীরা এদিন সকাল থেকেই হাজির হবেন স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিজড়িত এ উদ্যানে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি সরকারের আগামী দিনের রূপরেখার ব্যাপারে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন বলে জানা গেছে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ।
এ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭ ও দলটির নেতৃত্বে মহাজোট ২৮৮ আসনে জয়লাভ করে।
দলটির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ ঢাকা মহানগরসহ আশপাশের জেলা, এমনকি সারা দেশ থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন।
নেতারা জানান, মহাসমাবেশকে সফল করতে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা গত এক সপ্তাহ দফায় দফায় বৈঠক করেছেন।
আলাদা আলাদা সভা করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, ঢাকার পার্শ্ববর্তী ছয়টি জেলার নেতা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও।
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ মহানগরীর অন্তর্গত থানা, ওয়ার্ড ও ইউনিয়নগুলোতেও প্রস্তুতি সভা হয়েছে। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও অনুরূপ বৈঠক করে মহাসমাবেশে বিপুল গণজমায়েতের প্রস্তুতি নিয়েছে।
