বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

নারায়ণগঞ্জে শনিবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৩ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

অনিবার্য কারণে আগামী শনিবারের (১৯ জানুয়ারি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত ঘোষণা করা হয়েছে। এই ক্যাম্পেইনের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জাতীয় জনস্বাস্থ্য ইন্সটিটিউট থেকে এই ঘোষণা প্রচার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক বলেন, ‘গতকাল সন্ধ্যা ৬টায় একটি মেইলের মাধ্যমে আগমী ১৯ তারিখের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত করার ঘোষণা জানানো হয়। এ বিষয়ে মেইলে উল্লেখ করা হয়, অনিবার্য করণে আগামী ১৯ জানুয়ারির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত রাখা হলো। এবং এ ক্যাম্পেইন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জানানো হয়, জেলা ৫টি উপজেলায় ৩৬ হাজার ৭৯ জন শিশুকে নীল রংয়ের এবং ২ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন শিশুকে (১৫-২৯ মাস বয়সি) লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে ১ হাজার ৫৬টি, ইউনিয়নে ভ্রাম্যমান কেন্দ্র থাকবে ১৫টি সর্বমোট ১ হাজার ৭১টি কেন্দ্র। এসব টিকাদান কেন্দ্রে সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২ হাজার ১৪২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সম্পন্ন করা হবে।