শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

আবারো হাবিবের সুরে পড়শী!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেন কণ্ঠশিল্পী পড়শী। একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অভিনয়ও করেছেন সিনেমায়, কাজ করেছেন রেডিও জকি হিসেবে। এই কণ্ঠশিল্পী এবার গাইলেন সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের সুরে।

গানটির প্রসঙ্গে পড়শী বলেন, হাবিব ভাইয়ের সঙ্গে গানটির কাজ শেষ করেছি ইতিমধ্যে। তবে টাইটেল এখনো চূড়ান্ত করা হয়নি। অনেকদিন পর হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করলাম। এটি আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে। আশা করি বরাবরের মতো এই গানটি শ্রোতারা পছন্দ করবে।

তিনি বলেন, সামনে আরো বেশ কিছু নতুন গান প্রকাশ করব। বর্তমানে এগুলো রেকর্ডিংয়ের কাজ চলছে। আশা করছি আসছে ফেব্রুয়ারিতেই আমার গাওয়া তিনটি গান প্রকাশ পাবে।


 
২০১৫ সালে এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমাতেও হাবিবের সুরে গেয়েছিলেন পড়শী। সর্বশেষ গত বছর হাবিব ওয়াহিদের সঙ্গে একটি কোমল পানীয়ের জিঙ্গেলে গেয়েছেন এ গায়িকা।