শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

এমপি হতে চান অপু!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

অপু বিশ্বাস গত এক দশক ধরে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমার নায়িকা। অভিনয়ে মুগ্ধ করে চলচ্চিত্র অঙ্গনে নিজেকে নিয়ে গেছেন অনন্য শিখরে। মাঝে বিরতিতে থাকলেও ফের কাজ করছেন স্বগৌরবে। সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণায় অংশও নিয়েছেন। নির্বাচনের আগে অপু মনোনয়ন কিনবেন গুজব উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। কিন্তু এবার সংরক্ষিত আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন ঢালিউড কুইন অপু।

বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। তিনি জানান, গেল ১৫ জানুয়ারিই মনোনয়ন কিনেছেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বড় হয়েছি। সেই আদর্শকে আরো বেগবান করার জন্যই রাজনীতি করতে চাই। সুখে-দুখে মানুষের পাশে থাকতে চাই।
 
অপু বিশ্বাস আরো বলেন, নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। কারণ এই বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত আমি। আমাকে ও আমার সন্তানকে এই বিষয়টি সাফার করতে হয়েছে। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন।

অপু বিশ্বাস পরিচিতি পান শাকিবের ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে। এরপর অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। বর্তমানে তিনি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শশুর বাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।