বালিতে শাড়িতে পরীর উষ্ণতা!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের রুপের গুণে ভক্তদের মাত করে রেখেছেন এই অভিনেত্রী। এছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি।
এদিকে, বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে অবকাশ যাপনের মাধ্যমে নিজেকে ‘রিচার্জ’ করে নিচ্ছেন নায়িকা। মঙ্গলবার বিকেলে বালিতে পৌঁছান তিনি। এরপর ঘোরাঘুরির ফাঁকে সমুদ্রসৈকতে শাড়ি পরে বেশ কিছুটা সময় কাটান তিনি। এক কথায় বলতে গেলে সেখানে উষ্ণতা ছড়ান এই আবেদনময়ী।
এর আগে, গত বছরের শুরুতেই ‘স্বপ্নজাল’ চলচ্চিত্র দিয়ে সবার নজর কাড়েন লাস্যময়ী এ নায়িকা। এ ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে তুলে ধরা হয়েছিল নায়িকাকে। দেশে-বিদেশে অনেক সিনেমাপ্রেমীর মন জয় করে নেয় ছবিটি।
এরপরে ‘স্বপ্নজাল’ এর পর পরী কিছুটা সময় নেন নিজেকে গুছিয়ে নেয়ার জন্য। আর এ চলচ্চিত্রটিই বেশ পরিবর্তন নিয়ে আসে তার ক্যারিয়ারে। এরই মাঝে গিয়াস উদ্দিন সেলিমেরই ওয়েব ফিল্ম ‘প্রীতি’তে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।
