শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

প্রভাকে বিয়ে করে বেকায়দায় দিনার!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বাসর ঘরে বধূ বেশে মাথায় ঘোমটা টেনে বসে আছে সিমি। একটু পর রুমে ঢোকে অমিত। ঘোমটা নামিয়ে দেখতে পায় সিমি চোখ বুজে আছে আর একটু একটু কাঁপছে। অমিত সিমির দিকে মুখ এগিয়ে আনে, সিমি অমিতের হাত ধরে আর অমিতকে সোফায় বসায়। সারা রাত গল্প করতে থাকে, অমিতের মনে প্রশ্ন জাগে সিমি কেন এমন করছে। এক সময় অমিত ঘুমিয়ে যায়।

পরের দিন নাস্তার টেবিলেও অমিত সিমিকে ছোঁয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। কোনভাবেই সিমিকে বুঝতে পারছে না অমিত। একদিন অফিস থেকে ফিরে দেখে সোফায় বসে আছে সাইফ নামের এক ব্যক্তি। অমিত সাইফ এর মুখে জানতে পারে তাদের বিয়ে হওয়ার আগে সাইফের সঙ্গে সিমির অনেক দিনের প্রেম ছিল।

কিন্তু সাইফ ব্যবসার কাজে দেশের বাহিরে যাওয়ায় সিমিকে বিয়ে করতে পারেনি। অমিত সব শুনে অনেক ঘাবড়ে যায়। এই গল্পে তার কি হবে? এমনি টানটান উত্তেজনার গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক 'ভালোবাসা বাঁধে যে বাসা'। গল্পের বাকিটুকু জানতে হলে নাটকটি পর্দায় দেখতে হবে।

এমনি গল্পের নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। এটি রচনা করেছেন রিজওয়ান খান। এতে সিমি চরিত্রে রূপদান করেছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, অমিত চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার আর সাইফের ভূমিকায় দেখা যাবে কল্যাণ কোরাইয়াকে।

সম্প্রতি 'ভালবাসা বাঁধে যে বাসা' নাটকটির দৃশ্যায়ণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগামীকাল শুক্রবার বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে রাত ৯.০৫ মিনিটে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।