অবশেষে আসছে ‘স্বপ্নের ঘর’
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘স্বপ্নের ঘর’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক তানিম আহমেদ অংশু। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শিমুল খান, নওশাবা। কথা ছিল ৯ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। কিন্তু তা আর হয়ে উঠেনি। মুক্তির দিনক্ষণ পিছিয়ে অবশেষে ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি বলেন, আগামী ২১ ডিসেম্বর পেক্ষাগৃহে মৃক্তি পাচ্ছে ‘স্বপ্নের ঘর’ সিনেমাটি। একজন ছেলে এবং মেয়ে (স্বামী-স্ত্রী)। স্ত্রী'র স্বপ্ন থাকে তাদের একদিন স্বপ্নের ঘর হবে। যে ঘরটা তারা তাদের মনের মতো করে সাজাবে। তারা একটি ঘর পেয়ে যায় কিন্তু সে ঘরটি ভৌতিক। সেখানের আত্নারা একটা কাপল খুঁজতেছিল যাদের নিয়ে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে।
তিনি বলেন, এখানে একজন স্ট্রাগল হিরোর চরিত্রে দেখা যাবে আমাকে। আর এ ধরনের গল্প নিয়ে আমাদের এখানে তেমন একটা কাজ হয়নি। ভিন্ন ধরনের গল্প , অ্যাডভেঞ্চার ধাচের। এই ছবিতে দর্শকরা ভিন্নতা খঁজে পাবে।
অনীশ দাস অপুর মূল গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শাওন হক। তাকি খান ফিল্মস প্রযোজিত এ সিনেমার পরিবেশনায় রয়েছে মা চলচ্চিত্র। সাজিদ সরকারের সুর ও সংগীত পরিচালনায় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন- ন্যানসি, তাহসান ও কনা।
