সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

রাজধানীতে ইয়াবাসহ আটক দুই

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীতে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার সন্ধ্যায় ওয়ারী এলাকা থেকে মো. আবু সাইদ (৪৮) ও মালেকা বেগম নামে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। র‍্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।