সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

কামরাঙ্গীরচরে অস্ত্র-মাদকসহ আটক ২

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ১টি বিদেশি পিস্তল ও মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটকৃকতরা হলেন, মনির হোসেন ওরফে তোতা মিয়া (৩৮) ও তার সহযোগী মো. হাসান (২৫)।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানায় র‌্যাব-৩।

র‌্যাব জানায়, বুধবার রাত সোয়া ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য ও মাদক ব্যবসায়ী।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরের কুঞ্জভবন বি ব্রাদার্স নামে এক হুজুরের বাড়ির সামনে একটি অভিযান চালানো হয়। এতে মাদকের চালানের সময় মনির ও তার সহযোগী হাসানকে আটক করা হয়।
 
তিনি আরো জানান, অভিযানে তোতা মিয়ার পরিহিত লুঙ্গির কোছা থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, একটি গুলির খোসা ও ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত বলেও জানিয়েছে র‌্যাব।